
মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ!
মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ! ভিকি কৌশন ঘরণী নাকি দু-মাসের অন্তঃসত্ত্বা। সেই কথাও ভাইরাল হয়েছে সংবাদমাধ্যমে।
তবে এ গুঞ্জন ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন ভিকির মুখপাত্র। তিনি সম্পূর্ণরূপে এই খবরকে ভুয়া এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
হিন্দুস্তান টাইমসকে ভিকির মুখপাত্র বলেন, ‘একদম মিথ্যা খবর, কোনও সত্যতা নেই এর মধ্যে’।
গত বছর ডিসেম্বরে রাজস্থানের ৭০০ বছর পুরনো দূর্গে বিয়ে করেছেন ‘ভিক্যাট’। বিয়ের ছবি পোস্ট করবার আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে একটা শব্দও খরচ করেননি তারা কেউই ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ। নিউ ইয়র্কের রাস্তায় হাতে হাত ধরে ঘুরতে দেখা গিয়েছে তাদের দুজনকে। এর মাঝেই আচমকা ক্যাটরিনা কাইফের প্রেগন্যান্সি নিয়ে চর্চা।
বিয়ের পর জুহুর এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নিজেদের ভালোবাসার নীড় গড়ে তুলেছেন ভিক্যাট। সময় পেলেই বেরিয়ে পড়ছেন ঘুরতে। কখনও মালদ্বীপ, কখনও নির্জন কোনও দ্বীপে, কখনও নিউ ইয়র্কের জনবহুল রাস্তায়। পরস্পরের হাতটা শক্ত করে ধরে ভালোবাসার নতুন কাহিনী লিখছেন যুগলে।
আমাদেরে ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪