বন্ধুর প্রেমিকাকে বিয়ে করতে নিজের বন্ধুকেই খুন করেছেন এক যুবক।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ছয় আগের খুনের এই রহস্য উদঘাটন করেছে পুলিশ।
পুলিশ বলছে, প্রেমঘটিত কারণেই বন্ধুর হাতে খুন হয়েছিলেন ওই যুবক।
নিহত ওই যুবকের নাম নাসিম। তিনি মেরঠ জেলার কিথোরে শহরের বাসিন্দা। হিনা নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। হিনার সঙ্গে গড়মুক্তেশ্বরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি।
পুলিশ জানায়, ১৭ মার্চ থেকে নিখোঁজ হয়ে যান নাসিম। এর দিন কয়েক পর তার দেহ উদ্ধার হয় আমরোহা জেলার ধানোরা মান্ডি এলাকায়। ২৩ মার্চ নাসিমের পরিবারের লোক কিথোরে থানায় অভিযোগ করেন। এর পরই তদন্তে নামে পুলিশ।
পুলিশ আরও জানায়, নাসিম এবং হিনা যেখানে থাকতেন সেখানে নিয়মিত যাতায়াত ছিল দানিশের। দানিশ নাসিমের বন্ধু। কিন্তু হিনার সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে দানিশের। যা নিয়ে নাসিমের সঙ্গে তর্ক হয়েছিল।
এরপরই নাসিমকে খুন করে সে। পরে হিনার সঙ্গে গড়মুক্তেশ্বের থাকতে শুরু করে। পুলিশের কাছে খুনের কথা স্বীকারও করেছেন অভিযুক্ত। পুলিশ দানিশ এবং হিনাকে গ্রেফতার করেছে। সূত্র: আনন্দবাজার।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪