সৈয়দপুর বিমানবন্দরে ৩ বছর ধরে আটকে আছে রানওয়ে সম্প্রসারণের জমি অধিগ্রহণের কাজ। নীলফামারীর প্রায় ৫০০ একর জমির মালিকদের নোটিশ দেয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অবশ্য দ্রুত অধিগ্রহণের কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তবে অবকাঠামো উন্নয়নে আধুনিক টার্মিনাল ও অ্যাপ্রোন নির্মাণের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের লক্ষ্যে জমি অধিগ্রহণের জন্য ২০১৯ সালের ২১ মার্চ নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুর এলাকার প্রায় ৯১২ একর জমির কয়েক হাজার মালিককে ৪ ধারার নোটিশ প্রদান করা হয়। এর মধ্যে নীলফামারী জেলায় রয়েছে প্রায় ৫০০ একর জমি। তবে এখনও শুরু হয়নি রানওয়ে সম্প্রসারণে জমি অধিগ্রহণের কাজ।
নোটিশ দেয়ার ৩ বছর পার হলেও এখনও অধিগ্রহণের কোনো কার্যক্রম শুরু না হওয়ায় অনিশ্চয়তায় জমির মালিকরা। তারা জানান, সরকারি সিদ্ধান্ত না পাওয়ায় তারা জমিতে কোনো নতুন স্থাপনা নির্মাণ করতে পারছেন না।
এ বিষয়ে নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি প্রকৌশলী শফিকুল আলম ডাবলু বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকীকরণের জন্য ৪ ধারা নোটিশ ও ফিল্ড বুক তৈরির কাজ শেষ হলেও এটি বাস্তবায়নের কোনো অগ্রগতি আমরা দেখছি না।’
সৈয়দপুর বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি টাকা। তবে এখনও ব্যয় নির্ধারণ করা হয়নি রানওয়ে সম্প্রসারণ কাজের। এই বিমানবন্দরে বর্তমানে দিনে ১৬টি বিমান ওঠানামা করছে ।