
কমল স্বর্ণের দাম
দেশে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে কমানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। কাল মঙ্গলবার থেকে এই নতুন দাম কার্যকর হবে।
র্নিধারিত নতুন দাম অনুযায়ী, ভালো মানের স্বর্ণের দাম অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮১ হাজার ২৯৮ টাকা।
যা এতদিন ছিলো ৮২ হাজার ৩৪৮ টাকায়। এছাড়া স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে খরচ পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৭ হাজার ৬২৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ৬৬ হাজার ৪৮৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৫৫ হাজার ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪