বলিপাড়ার বিয়ের গুঞ্জন শুনলেই ভক্ত থেকে শুরু করে সমালোচক সব যেন নড়েচড়ে বসেন। আর সে গুঞ্জন যদি হয় প্রথম সারির কোনো নায়িকাকে নিয়ে তাহলে তো কথাই নেই।
বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে প্রথম সারিতেই নাম আসে মালাইকা আরোরা আর অর্জুন কাপুরের। কিছুদিন প্রেম আর সম্পর্ক লুকিয়ে রাখার পর এখন দুজনেই এখন বেশ খোলামেলা। একসঙ্গে ডিনারে যান, পার্টি করেন, ঘুরতেও যান।
তাদের মেলামেশা দেখে বোঝাই যায় মালাইকা আর অর্জুনের মধ্যে বন্ডিং খুব শক্ত। একে-অপরের ওপর ভরসা করেন, বিশ্বাস করেন। অনেক ওঠাপড়ার পরেও তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
অর্জুন আবার সবকিছু একটু আবেগ দিয়ে ভাবেন। আর মালাইকা সব সিদ্ধান্ত নেন বিচারবুদ্ধি দিয়ে। দুজনের বিপরীত স্বভাবই তাদের আরও কাছাকাছি এনেছে। প্রখ্যাত তারকা জ্যোতিষী ও ফেস রিডার পণ্ডিত জগন্নাথ গুরুজি ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ২০২২ সালেই বিয়ে হওয়ার যোগ রয়েছে এই তারকা যুগলের।
আরবাজের সঙ্গে বিয়ে ভাঙার কিছুদিন পরেই অর্জুনের প্রেমে পড়েন মালাইকা। তবে তার আর অর্জুনের বয়সের ব্যবধান নিয়ে কটাক্ষ চললেও বলিপাড়ায় বয়সে ছোট পাত্রকে বিয়ে করার যেন ধুম পড়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪