প্রথমবারের মত মাতৃত্বের অনুভূতি উপভোগ করছেন নুসরাত জাহান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার রাজপুত্রের জন্ম দিয়েছেন তিনি। খবর পেয়ে নিজ দলের সংসদ সদস্যকে অভিনন্দন জানাতে ভুল করেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠক করতে বৃহস্পতিবার এসএসকেএম এ যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মুখ্যমন্ত্রী নুসরাতের ছেলে হওয়ার পেয়ে বলেন, ‘অভিনন্দন, অনেক অভিনন্দন।’
গতবার লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী নুসরাত জাহান। সংসদ সদস্য হওয়ার অনেক আগে থেকেই মুখ্যমন্ত্রীর পছন্দের নায়িকা নুসরাত। বিভিন্ন সরকারি অনুষ্ঠান থেকে শুরু করে তৃণমূলের ২১শে জুলাইয়ের মঞ্চেও দেখা গেছে তাকে। এমনকি মিছিলেও মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেছে নুসরাতকে।
এই নায়িকাও মুখ্যমন্ত্রীর আস্থার প্রতিদান দিয়েছেন। সবশেষ নির্বাচনে নুসরাত তৃণমূলের পক্ষে জনমত গড়তে মুখ্য ভূমিকা রাখেন। পাড়া মহল্লায় হেটে হেটে প্রচার চালিয়েছেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪