আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার উদ্যোগ সফল হতে চলেছে। সবকিছু ঠিক-ঠাক থাকলে চলিত বছরের জুন মাসে ঢাকায় আসতে পারে লিওনেল মেসির বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।
মঙ্গলবার বাফুফে সূত্রে এমনটাই জানা গেছে। তবে আগামীকাল বাফুফের ডাকা সংবাদ সম্মেলনে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
বাফুফে সূত্র জানিয়েছে, জুনের ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এখন দুই পক্ষের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে প্রীতি ম্যাচ। তবে দেশের একমাত্র আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়ামটির সংস্কারকাজ চলছে। এজন্য বাফুফের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে যত তারাতারি সম্ভব কাজ শেষ করার জন্য চিঠিও দেওয়া হয়েছে।
আর্জেন্টিনা বাংলাদেশে আসতে চাইলেও তারা শর্ত দিয়েছে। বাফুফের সহসভাপতি আতাউর রহমান মানিক জানিয়েছেন আর্জেন্টিনা অনেক শর্ত দিয়েছে।’ কী শর্ত দিয়েছে তা জানতে চাইলে তিনি সব কথা বলতেও পারলেন না। আরো কিছু আলোচনার দোহাই দিয়ে পাশ কাটিয়ে গেলেও জানা গিয়েছে ১০০ কোটি টাকার বেশি দাবি করেছে আর্জেন্টিনা।
এই টাকা ছাড়াও প্রীতি ম্যাচ আয়োজনে খরচ হতে পারে প্রায় পৌনে ২০০ কোটি টাকা। শর্ত মিলতে হবে। দুই দেশের ফুটবল সংস্থার শর্ত মিললে আর্জেন্টিনা বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। সেখান থেকে বাছাই করে যেকোনো একটি দেশকে প্রতিপক্ষ হওয়ার প্রস্তাব দেওয়া হবে।