বলিউডে অভিষেক ঘটলো মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার। তার অভিনয়ে প্রথম হিন্দি সিনেমা ‘রোহিঙ্গা’ মুক্তি পেয়েছে।
সোমবার (গত ১৫ নভেম্বর) সিনেমাটি মুক্তি পায়।
সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ সিনেমার সহকারী পরিচালক হায়দার খান । সিনেমাটিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ যিনি ভুটানের চিত্রনায়ক ।
সালমান খানের সিনেমা ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে দেখা গেছে ‘মিস্টার ভুটান’কে।
মিথিলা জানান, ‘সিনেমাটি ভীষণ ইমোশনাল। সিনেমাটি এক সত্য ঘটনা থেকে নেওয়া গল্প।
তিনি আরও জানান, বাংলাদেশি অভিনেত্রী হিসেবে আমি প্রথম বলিউডে কাজ করেছি। আমি বলব যে সবাই সিনেমাটি দেখুক, এবং দেখে তাদের কেমন লাগল, ভালো-মন্দ, সেটা নিয়েই মানুষ কথা বলুক। ’
রোহিঙ্গা ও হিন্দি- দুই ভাষাতে কাজ হয়েছে সিনেমাটিতে । আর তাই হিন্দির সাথে রোহিঙ্গা ভাষাও রপ্ত করতে হয়েছে মিথিলাকে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪