আগ্রাসন রুখতে মিয়ানমারের জান্তা সরকারের ওপর ‘অস্ত্র নিষেধাজ্ঞা’ আরোপে জাতিসংঘের প্রতি আহ্বান জানালো দুই শতাধিক এনজিও।
জাতিসংঘ সিদ্ধান্তটি কার্যকর করলে মিয়ানমারের কাছে ভারী অস্ত্রতো দূরের কথা একটি বুলেটও বিক্রি করতে পারবে না কোনও দেশ। ফেব্রুয়ারির ১ তারিখ অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। তারপর থেকে সহিসংতায় প্রাণ গেছে কমপক্ষে ৭৭০ জনের; বন্দি সাড়ে ৪ হাজারের বেশি মানুষ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪