মোশাররফ করিম, পরী মণি ও জিয়াউল রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ২১ জানুয়ারি।
সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ।
ইফতেখার শুভ জানান, ‘ডিসেম্বরে সেন্সরে জমা পড়বে সিনেমাটি এবং বছরের প্রথম দিন প্রকাশ পাবে ট্রেইলার।
ইফতেখার শুভর নির্মাণ করা সিনেমাটিতে মোশাররফ করিম অভিনয় করছেন ইব্রাহিম খালেদি চরিত্রে। ‘মুখোশ’ সিনেমার মূল রহস্য তাঁকে ঘিরে, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত সিনেমাটি দেখতে হবে ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪