
আত্মহত্যায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা
মেহেরপুরে জামাইয়ের হাসুয়ার কোপে রঙিলা খাতুন (৪৫) নামের এক শ্বাশুড়ির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার করমদি গ্রামের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের দিনমজুর শওকত আলীর স্ত্রী।
এ ঘটনায় নিহতের মেয়ে রিংকি খাতুন গুরুতর আহত হয়েছেন । সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রিংকি খাতুন জানান, কয়েকবছর আগে একই এলাকার বাদশা মিয়ার ছেলে রবিউল ইসলামের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তারা বাবা মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। কিছুদিন যাবৎ তার বাবা-মা আমাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। গতকাল সোমবার বাদশা তার বাবার বাড়ি থেকে ফিরে এসে আজ সকাল থেকে নানা বিষয় নিয়ে বিবাদ শুরু করে। এক পর্যায়ে সে আত্মহত্যা করার জন্য বাড়ির পাশে যায়। সেখান থেকে আমি ও আমার মা তাকে ধরে নিয়ে আসি। এতে সে ক্ষিপ্ত হয়ে হাসুয়া দিয়ে আমাকে ও আমার মাকে কয়েকটি কোপ মারে। এ সময় ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বাদশার নামে একটি চুরির মামলা রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আমাদের ফেইসুবক লিংক : ট্রাস্ট নিউজ ২৪