দিনাজপুর-দশমাইল-সৈয়দপুর মহাসড়কে একটি ট্রাকের চাপায় মিন্টু নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ওই মহাসড়কে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত মিন্টু (২৭) চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের চৌধুরীপাড়ার মো. বকুল মুন্সির ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে মিন্টু তার ব্যবহৃত মোটরসাইকেলে তেল নিয়ে দিনাজপুর-দশমাইল-সৈয়দপুর মহাসড়কে উঠতে ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা সৈয়দপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সামনের রডের সাথে লেগে যায় এবং উপরে ভেসে ওঠে। কিছু সময় পরে মিন্টু ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুববরণ করেন। এ সময় ট্রাকটি পালিয়ে যায়।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪