মুরাদ আমাকে নির্যাতন করছে। বলতেছে আমায় মেরে ফেলবে । দয়াকরে আমাকে বাঁচান। ও আমাকে মেরে ফেলবে।’ গত ৬ জানুয়ারি বৃহস্পতিবার এভাবেই ৯৯৯ এ ফোন দিয়ে নিজের জীবন বাঁচানোর আকুতি জানান সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ৩ টার সময় ৯৯৯ এ ফোন করেন মুরাদের স্ত্রী। ফোন ধরেন একজন কনস্টেবল সমমর্যাদার অপারেটর। মুরাদের স্ত্রী তাকে বলেন, ধানমন্ডি থেকে বলছি। ‘আমি ডা. জাহানারা। ডা. মুরাদ হাসানে আমার স্বামী।
তিনি বলেন, আমার স্বামী কিছুদিন ধেকে আমার সঙ্গে খারাপ ব্যাবহার করছেন। কথায় কথায় আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। শারীরিক নির্যাতনের শিকার আমি। আমাকে বাঁচান। আমাকে ও আমার সন্তানদের খারাপ ভাষায় গালিগালাজ করছে। আমার ওপর এখন হাত তুলতে চেয়েছিল। আমাকে আপনারা বাঁচান। আমাকে উদ্ধার করুন। প্লিজ পুলিশ পাঠান, এখনি পুলিশ পাঠান।’
মুরাদের স্ত্রীর কাছে তার বাসার ঠিকানা চান। তখন ঠিকানা দিলে ৯৯৯ থেকে ধানমন্ডি থানার ডিউটি অফিসারকে ফোন করা হয়। ডিউটি অফিসার তখন মুরাদের ধানমন্ডি ২৮ (পুরাতন) নম্বরের বাসায় পুলিশ পাঠায়।
এ বিষয়ে ধানমন্ডি থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘ফোন কল পেয়ে ওই বাসায় আমাদের পুলিশ পাঠানো হয়। তবে বাসায় গিয়ে আমরা মুরাদকে পাইনি। আর মুরাদের স্ত্রী ডা. জাহানারা মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ নিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪