দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা নিলয়। বিয়ের অনুষ্ঠানের প্রায় এক হাজারের বেশি ছবি তুলেছেন। কিন্তু নেটিজেনদের গালি খাওয়ার ভয়ে সেসব ছবি আপলোড করতে পারছেন না তিনি। বিষয়টিতে বিড়ম্বনার শিকার হচ্ছেন তিনি।
তিনি তার ফেসবুক পেজে এমন কথা জানিয়েছেন ।
আর নিলয়ের সেই স্ট্যাটাস শেয়ার করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান। নিলয়ের এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন।
নিলয়ের স্ট্যাটাসটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে তাহসান লিখেছেন, ‘প্রতিদিন কাউকে না কাউকে হেয়-প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি? এটা কি খ্যাতির বিড়ম্বনা নাকি একটা সামাজিক ব্যাধি? আমার হৃদয় নিলয় তোমার সাথে আছে। হ্যাশট্যাগ যশোভিশাপ।’
উল্লেখ্য, আলোচিত অভিনেতা নিলয় আলমগীরের দ্বিতীয় বিয়ে এটি। মাসখানেক আগে বিয়ে করলেও বিষয়টি জানিয়েছেন গত বুধবার।
নিজের ফেসবুকে বিয়ের কিছু ছবি আপলোড করে খবরটি প্রকাশ করেন নিলয়। আর এর পর থেকেই স্ত্রী তাবাসসুম হৃদির সঙ্গে তার ছবি পোস্ট করলেই কিছু বাজে মন্তব্য জমা পড়ছে মন্তব্যের ঘরে। নেটিজেনদের এমন আচরণে হতাশ নিলয়।
বিষয়টি উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নিলয়।
সেই স্ট্যাটাসে নিলয় লিখেছেন, ‘কী যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি, দ্বিতীয় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো আর করিনি। নতুন বউয়ের সাথে হাসিখুশি ছবি দিলে কমেন্ট করছে- ‘এত নির্লজ্জ কেন আপনি, দ্বিতীয় বিয়ে করেছেন আবার বউয়ের সাথে ছবি দেন। একা ছবি দিলাম, তাতেও সমস্যা; বিয়ের পর একা ছবি কেন। আমার বিড়ালের সাথে ছবি দিলাম, সেটাও সমস্যা। এক হাজারের উপরে ছবি তুলেছি। গালি খাওয়ার ভয়ে পোস্ট করতে পারছিনা। আমার এত ছবি লইয়া আমি এখন কোথায় যাব। ’
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪