দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রহিমা খাতুন (৪৫) নামে এক নার্সিং ইন্সট্রাক্টরের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ছিলেন। মৃত রহিমা খাতুন দিনাজপুর জেলার বিরল উপজেলার মোল্লাপাড়া গ্রামের শাহাদৎ হোসেনের স্ত্রী। সংসার জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ রহিমা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম কোনো নার্সের মৃত্যু হলো।
গত কয়েক দিন আগে দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তাসহ নয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে ইন্সট্রাক্টর রহিমা খাতুন ১৯ অক্টোবর করোনায় আক্রান্ত হন। আগে থেকেই তাঁর শ্বাসকষ্ট ছিল। করোনায় আক্রান্ত হওয়ার পর ২০ অক্টোবর তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে করোনা ইউনিটের রেড জোনে ও পরে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার সকালে ফরিদপুর গোরস্থান মাদরাসা মাঠে জানাজা শেষে ফরিদপুর গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।