নুসরাত এবং যশ তাদের প্রথম সন্তান ঈশান। তাহলে কি নিজেদের বিয়ের কথা সকলের সামনে মেলে ধরলেন অভিনেত্রী নুসরাত জাহান?
তার সন্তানের বাবা যশ দাশগুপ্তের আরও এক ধাপ রহস্য উন্মোচনে পা বাড়ালেন যেন ঈশান-জননী।
রবিবার গভীর রাতে একটি কেকের ছবি ইন্সটাগ্রামে দিলেন নুসরাত জাহান। যেখানে দেখা গেছে, কেকের উপর ইংরেজি অক্ষরে লেখা, ‘ওয়াই ডি’।
এ কথা স্পষ্ট যে যশের নামের প্রথম ইংরেজি অক্ষরগুলিকেই পাশাপাশি বসানো হয়েছে।
তবে কেকে আরও লেখা আছে, ‘হাজব্যান্ড’, অর্থাৎ ‘স্বামী’। আর একটি জায়গায় লেখা, ‘ড্যাড’, অর্থাৎ ‘বাবা’। ঈশানের বাবা যে যশ, সে কথা আগেই প্রকাশ্যে এসেছিল।
কিন্তু ‘স্বামী’ লেখা দেখেই প্রশ্ন জাগে, তবে কি যশের জন্মদিনে যশের সঙ্গে তার বিয়ের কিথা স্বীকার করলেন নুসরাত?
গত বছর শেষে তাদের দু’জনকে দেখা গিয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। মাথায় সিঁদুর ছিল নুসরাতের।
রবিবার যশের জন্মদিনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, মধুমিতা সরকার শুভেচ্ছা জানিয়েছেন। তনুশ্রী ভাগ করে নিয়েছেন রাজকুমার গুপ্ত, যশ, শ্রাবন্তী এবং নুসরাতের সঙ্গে করা পার্টির ছবি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪