করোনাভাইরাসের নতুন ধরন অতি সংক্রামক ওমিক্রনের খুব দ্রুত ছড়িয়ে পরছে।
গতকাল বাংলাদেশে আরো ২ জন করোনা রোগীর শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ওমিক্রনের মোট ৪ জন রোগী ধরা পড়ল। নতুন আক্রান্ত দুজনের মধ্যে একজন নারী, একজন পুরুষ।
গত ১ মাস আগে দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম করোনার এই নতুন ধরন শনাক্ত হয়, যার পরে শনাক্তের হার বেড়েছে ৪৯ শতাংশ। শনাক্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর পরিমাণ বাড়েনি। তবে সংক্রমণের সংখ্যা বেশি হারে বাড়তে থাকলে মৃত্যুর পরিমাণও বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।
গবেষণার তথ্য অনুযায়ী ওমিক্রন অন্যান্য ধরনের তুলনায় ৭০ গুণ বেশি সংক্রামক হলেও লক্ষণ খুব তীব্র নয়
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪