
খুলনায় ফুলতলা দামোদর এলাকায় ব্যবসায়ী নেতা মিলন ফকিরকে (৪৫) গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি আলকা আইডিয়াল মোড় এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে। মিলন ফকির ফুলতলা বনিক কল্যাণ সোসাইটির সর্বশেষ নির্বাচনে রিকশা প্রতীকে অংশ নিয়ে পরাজিত হয়েছেন।
জামিরা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম সরদার জানান, সোমবার সকালে শাহপুর রোডে আইডিয়াল স্কুল মোড়ে দাঁড়িয়ে ছিলেন মিলন ফকির। এসময় একটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় মিলন ফকির দৌঁড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে আবারও তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুশান্ত সরকার বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।