জাকিরুল ইসলাম, বিরামপুর প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুর সীমান্তে ১ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম কোবরা সাপের বিষসহ রফিকুল ইসলাম নামে ১ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি রফিকুল ইসলাম বিরামপুর উপজেলার বিনাইল ইউপি’র হামলাকুড়ি গ্রামের ইমার উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মো. নঈম রেজভী।
তিনি জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার অচিন্তপুর বিওপি’র হাবিলদার আলতানুর রহমানের নেতৃত্বে ১টি টহল দল শিবপুর বাজারে অভিযান পরিচালনাকালে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ৪০০ গ্রাম কোবরা সাপের বিষ ও ১টি মোটরসাইকেলসহ রফিকুল ইসলাম নামের ১ যুবককে আটক করা হয়েছে। এঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে বিরামপুর থানায় ১টি মামলা দায়ের করেছে বলে তিনি জানান।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪