ঈদের আগ থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। গত শনিবারের ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এদিকে চলমান এই বৃষ্টি আরও এক সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।
আবহাওয়াবিদেরা বলছেন, গত মাসের শেষের দিকে মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে। এবার মৌসুমি বায়ু একটু দেরিতে প্রবেশ করায় বৃষ্টিও দেরিতে শুরু হয়েছে। তাই, এ বছর বৃষ্টি বেশ জোরেশোরে নেমেছে। চলতি মাসের (জুলাই) অধিকাংশ সময়জুড়েই বৃষ্টি হতে পারে। ফলে, মাসজুড়েই তাপমাত্রা স্বাভাবিক থাকবে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, দেশের বেশির ভাগ এলাকায় মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে। যে কারণে বৃষ্টি বেড়ে গেছে। আগামী এক সপ্তাহ চলমান এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
এদিকে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃষ্টি বাড়তে থাকায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এ ছাড়া টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে পানি চলে আসলেও বড় বন্যার আশঙ্কা নেই।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩৭ মিলিমিটার বৃষ্টি ঝরেছে সিলেটে। এ সময়ে রাজধানীতে ৮২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪