দিনাজপুরে তীব্র শীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরোর বীজতলা। হলুদ রং ধারণ করছে বীজতলার চারা। কোথাও কোথাও মরে যাচ্ছে চারা।
সরেজমিনে দিনাজপুরের সদর উপজেলার বালুপাড়া, গোয়ালপাড়া, রাজাপুকুর ও কাউগাঁ এলাকা ঘুরে এ দৃশ্য দেখা যায়।
কৃষি বিভাগ বলছে, বোরো মৌসুমে কৃষকেরা ধানের বীজতলা তৈরি করেছেন। কিন্তু চলতি মাসের প্রথম থেকে ঘন কুয়াশার কারণে বীজতলার চারা মরে যাচ্ছে। আবহাওয়া একটু ভালো হলে অনেক কৃষককে নতুন করে বীজতলা তৈরি করতে হবে।
জেলার সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি। চারা প্রায় প্রস্তুত হওয়ায় পলিথিন সরিয়ে নেই। এতে গত কয়েকদিনের কুয়াশায় চারা বিবর্ণ হয়ে গেছে।