আলোচিত চিত্রনায়িকা পরীমণি নিজের নিরাপত্তা চেয়েছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দেশমাতার কাছে নিরাপত্তা চান তিনি।
স্ট্যাটাসে তিনি বলেন, ‘দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এত অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’
টানা ২৭ দিন পুলিশ হেফাজত ও কারাগারে থাকার পর গত বুধবার সকালে জামিনে মুক্তি পান পরীমণি। এর আগের দিন দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিনের আদেশ দেন। গত ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে তার বাসা থেকে মাদক এলএসডি, মদ ও আইস জব্দ করা হয় বলে দাবি করে র্যাব।
এরপর পরীমণির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। কয়েক দফা রিমান্ডেও নেওয়া হয় তাকে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪