করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন, যার সংক্রমণ রোধে কাজ করবে ফাইজারের মুখে খাওয়ার ওষুধ। এমন আশা প্রকাশ করেছেন ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা।
তিনি বলেন, এই ওষুধ যে কোনো পরিচিত মিউটেশনের বিরুদ্ধে কার্যকর। এমনকি ওমিক্রনের বিরুদ্ধেও এটি কার্যকর প্রমাণিত হবে।
করোনাভাইরাসের হালকা থেকে মাঝারি লক্ষণের চিকিৎসার জন্য ফাইজারের বড়ি ব্যবহারের অনুমতি চেয়ে প্রতিষ্ঠানটি চলতি বছরের ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে আবেদন করেছে। ফাইজারের দাবি, তাদের করোনার মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলোভিড ৮৯ শতাংশ পর্যন্ত হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি কমাতে সক্ষম। ৭৭৪ জন অংশগ্রহণকারীর ওপর গবেষণা চালিয়েছিল প্রতিষ্ঠানটি।
আবিষ্কার হলেও ওমিক্রন কতটা সংক্রামক বা এর তীব্রতা কি সে সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি বিজ্ঞানীরা। দক্ষিণ আফ্রিকার গবেষকরা প্রথম ওমিক্রন শনাক্ত করেছেন। এরপর অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, যুক্তরাজ্য, ডেনমার্ক, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও কানাডা, জাপানসহ বিভিন্ন দেশে ওমিক্রন শনাক্ত হয়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪