তীব্র বিদ্যুৎ সঙ্কটে ভুগছে দক্ষিণ আফ্রিকা। এ কারণে স্থবির হয়ে পড়ছে দেশটির শিল্পসহ নানা খাত। জনজীবনেও নেমেছে বিপর্যয়। তাই পরিস্থিতি মোকাবেলায় রাষ্ট্রীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির সরকার।
কয়েক মাস ধরে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা এসকম প্রতিদিন ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং দিতে বাধ্য হয়েছে।
এই অবস্থায় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের ২.৫ শতাংশ থেকে কমে এ বছর শূন্য দশমিক তিন শতাংশে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। কেপটাউনে তার বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণে রামাফোসা বলেন, ‘এ কারণে বিদ্যুৎ সংকট ও এর প্রভাব মোকাবেলায় আমরা জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করছি।
সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার শাসনামলে দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটি।