
৫৩টি ওষুধের বাড়ছে দাম
প্রয়োজনীয় ৫৩টি ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারের ঔষধ প্রশাসন অধিদফতর।
গতকাল শনিবার অধিদফতরের পরিচালক ও মুখপাত্র আইয়ুব হোসেন বলেন, কিছু ওষুধের দাম বাড়ানোর জন্য ওষুধ কোম্পানিগুলো আবেদন করেছিল। তাদের আবেদনের ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদফতর ৫৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে।
তিনি আরও বলেন, অধিদফতরের নির্ধারিত মূল্যের বাইরে কেউ ওষুধ বিক্রি করতে পারবে না।
দেশে প্রয়োজনীয় ওষুধের তালিকায় ২১৯টি ওষুধ আছে। এর মধ্যে ১১৭টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় ঔষধ প্রশাসন অধিদফতর।
কোন কোন ওষুধের দাম বাড়ছে তা এখনো জানা যায়নি। তবে ওষুধগুলোর নাম ও দাম শিগগির প্রকাশ করা হবে বলে জানায় ঔষধ প্রশাসন অধিদফতর ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪