
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, স্বামী-স্ত্রী আহত
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে স্বামী ও স্ত্রী গুরতর আহত হয়েছেন। গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌর এলাকার নুরজাহানপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, ঢাকা থেকে সৈয়দপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন মারুফ-সাহিনা দম্পত্তি। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অপর দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তাদের প্রাইভেটকাটের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন ওই দম্পত্তি। এ ঘটনায় ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-২০৩১) হেফাজতে নিয়েছে পুলিশ।