পবিত্র মাহে রমযান উপলক্ষে বৃহত্তর রাজশাহী কমিউনিটি অব পর্তুগাল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১৯ ই এপ্রিল বুধবার লিসবনস্থ চারকোল গ্রীল রেস্টুরেন্টে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় ।
লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক জহুরুল ইসলাম মুনের আহবানে ও বিশিষ্ট ব্ব্যাবসায়ী মো: আল আজিমের সহযোগীতায় ইফতার মাহফিলটিতে বিভিন্ন আলোচনা করা হয়।
আলোচনায় বলা হয়, বৃহত্তর রাজশাহী কমিউনিটির ব্যানারে এই প্রথমবারের মত ইফতার আয়োজন করা হল। পরবর্তীতে আরও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে যাতে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি পায় এবং প্রবাসী হিসেবে ভাত্ত্রত্ববোধ গড়ে উঠে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই সি টি কনসালটেন্ট এস এম রাফায়েত হোসেন (রাফু), মোহাম্মদ রফিক, খোরশেদ আলম। আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ সোহাইল আহম্মেদ, ডা: ফাতেমা ইয়াসমিন, নাজনীন আরা, মকবুল হোসেন প্রমুখ।
পবিত্র রমজান মাসের এই ইফতারে মাধ্যমে কমিউনিটির মাঝে একটি সৌহার্দ্যতা, আন্তরিকতা ও ভাতৃত্বতার বহিঃপ্রকাশ ঘটে।
আমাদের ফেসবুক লিঙ্কঃ ট্রাস্টনিউজ২৪