চুরি করতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে এক চোর। এসময় নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। যাওয়ার সময় ঘুমন্ত গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করেছে। এমন অভিযোগে ওই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার সেনগাঁও এলাকায় এক বাড়িতে চুরির পর এই ধর্ষণের ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের কাঞ্চন সূত্রধর (২৮) ঘটনার রাতে ভুক্তভোগী নারীর ঘরে সিঁদ কেটে প্রবেশ করে। এসময় ঘরে থাকা নগদ ৮ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন হাতিয়ে নেয়। চুরির কাজ শেষ করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার চোখ পড়ে ঘুমন্ত গৃহবধূর ওপর। পরে তাকে ধর্ষণ করা হয় বলে দাবি করেন ভুক্তভোগী ওই নারী। ঘটনার শিকার নারী ওই চোরকে চিনে ফেলেন। এই ঘটনার পরের দিন থানায় মামলা করেন তিনি। ঘটনার সময় গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় স্বীকার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। অন্যদিকে, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪