সৌদি আরব পাঠানোর পাঠানোর কথা বলে গত ১২ এপ্রিল মৌলভীবাজার থেকে এক নারীকে ঢাকার রামপুরায় ডেকে আনেন মানবপাচার চক্রের কামরুল আহম্মেদ। এরপর রামপুরার একটি বাসায় ওই নারীকে আটকে রাখে সে। কামরুলের সহযোগী তোফায়েল ওই নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে ওই নারী মোবাইল ফোনে র্যাবের কাছে সাহায্য চাইলে র্যাবের একটি দল ১৩ এপ্রিল রাতে অভিযান চালিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।
পরে রামপুরা ও হাতিরঝিল এলাকা থেকে সংঘবদ্ধ মানবপাচার ও প্রতারক চক্রের হোতাসহ ৪ জন সদস্যকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতাররা হলেন- কামরুল আহম্মেদ (৪২), খালেদ মাসুদ হেলাল (৩৬), তোফায়েল আহম্মেদ (৩৮) ও মো. জামাল (৪২)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৭টি পাসপোর্ট, একটি মনিটর, একটি সিপিইউ, একটি মাউস, একটি কিবোর্ড, একটি ইউপিএস, ১০০টি ভুয়া ভিসার কপি, ১২৫টি ভুয়া টিকিট, চারটি মোবাইল ফোন এবং একটি প্রিন্টার উদ্ধার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহম্মেদ বলেন, ১২ এপ্রিল চক্রটি মৌলভীবাজার থেকে একজন নারীকে মধ্যপ্রাচ্যের একটি দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে রামপুরা এলাকার কামরুলের বাসায় নিয়ে আসে। ওই বাসায় নারীকে আটকে রেখে তোফায়েল ধর্ষণ করে। ওই নারী মোবাইল ফোনে র্যাবের কাছে সাহায্য চাইলে র্যাবের একটি দল ১৩ এপ্রিল রাতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪