এক কলেজছাত্রীকে অপহরণ পর ধর্ষণের মামলায় শেরপুরের নকলায় বাবুল তিলক দাস নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে আসামির অনুপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবুল তিলক দাস ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার নয়নবাড়ী এলাকার পরেশ তিলক দাসের ছেলে।
জানা যায়, নকলা উপজেলার হাজী জালমামুদ কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বাবুল তিলক দাস। ২০১৯ সালের ২৪ আগস্ট কলেজে যাওয়ার পথে তাকে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করেন। এ ঘটনায় কলেজছাত্রীর বাবা বাদী হয়ে ওই বছরের ৬ সেপ্টেম্বর বাবুল তিলক দাসকে আসামি করে নকলা থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪