ফুল ভালোবাসেন না, এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। পৃথিবীতে প্রায় ৩ লাখ নব্বই হাজার ৯শ’ প্রজাতির উদ্ভিদ আছে। এর মধ্যে প্রায় ৩ লাখ ৬৯ হাজার ৪০০ প্রজাতিই ফুল দেয়। আর বিভিন্ন দেশে নানা রকমের ফুলের দেখা মেলে।
একেক ফুলের একেক বিশেষত্বও থাকে। তেমনই এক অদ্ভুত ফুল হচ্ছে ‘ব্রহ্মকমল’। একে বলা হয় হিমালয়ের ফুলের রাজা। এই ফুল ৪৫০০ মিটার বা তার উপরের উচ্চতায় ফোটে। তবে এই ফুল ফুটে ওঠার দৃশ্য যে দেখতে পাবেন সে নাকি হয়ে উঠবেন বিশ্বের ভাগ্যবান ব্যক্তি। ব্রহ্মকমল পৃথিবীর অন্যতম বিরল ফুল।
অবাক হলেও, এই ফুলের সঙ্গে এমনই লোককথা জড়িয়ে আছে বছরের পর বছর। সাদা রঙের এই অপূর্ব সুন্দর ফুলের পাপড়িগুলো সম্পূর্ণ প্রস্ফুটিত হয় সূর্যাস্তের পর। ফুটতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। প্রস্ফুটিত অবস্থায় থাকে প্রায় ১ ঘণ্টা। তারপরই তা আবার বন্ধ করে পাপড়ি।
জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝে কোনো এক সময়ে হিমালয়ের কোলে যখন ধীরে ধীরে সূর্য ডোবে তখন ফোটে এই ব্রহ্মকমল। এই দৃশ্য নিজের চোখে দেখতে পাওয়াকেই সৌভাগ্যের বলে মনে করা হয়।
বিশ্ব উষ্ণায়ন ও মানুষের অতিরিক্ত জনবসতির কারণে এই মুহুর্তে ‘ব্রহ্মকমল’ ফুল খুবই দুর্লভ। ভারতের উত্তরাখন্ডের কিছু প্রত্যন্ত অঞ্চলে দেখা মেলে এই ফুলের। এই ফুল বছরে মাত্র একবারই ফোটে।
পাশাপাশি মাত্র কয়েক ঘণ্টার জন্যই ফোটে এই ফুল। মাত্র ২ ঘণ্টায় ৮ ইঞ্চি পর্যন্ত পরিধি হয়ে যায়। আয়ুর্বেদ ও তিব্বতি চিকিৎসা শাস্ত্রে এই ফুলের ব্যাপক ব্যবহার উল্লেখ রয়েছে। ক্ষতস্থান কয়েক মুহূর্তে সারিয়ে তোলে এই ফুল এমনটাই দাবি করা হয়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪