ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মি এবং বাদী রাকিব হাসানের পক্ষে করা পৃথক দুটি রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মেদ এ আদেশ দেন।
এর ফলে নাসির ও তার স্ত্রী তামিমার বিচার চলতে বাধা থাকল না। তবে বিচারিক আদালতে অব্যাহতি পাওয়া নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলার বিচারের মুখোমুখি হতে হচ্ছে না।
বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জানেন।