দিনাজপুর প্রতিনিধি: দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০টায় ‘আমার সোনার বাংলায় ধর্ষণের ঠাঁই নাই, এসো সবাই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় নিমতলামোড় নামকস্থানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে ফুলবাড়ীর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন স্মরণ সরকার, সাকিব চৌধুরী, প্লাবন শুভ, তানভীর রাহিদ, সৌমিক হোসেন সোহান, সাকিব, শোভন মল্লিক, ফয়সাল মাহমুদ, নিয়মুল করিম শান্ত, সুমন, মাজেদুর রহমান প্রমুখ।
পরে দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাস্তায় বসে ও সুয়ে অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানায় শতাধিক শিক্ষার্থী। অবরোধে সড়কের দুইপার্শ্বে প্রায় ২০ মিনিট আটকা পড়ে ছোট-বড় বিভিন্ন যানবাহন। শেষে পৌরশহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। #