বলিউড অভিনেতা আমির খান ও তার সাবেক স্ত্রী কিরণ রাওয়ের মধ্যে বিচ্ছেদ, তারপরেই শুরু হলো অনেক গুজবের। কিন্তু আসলে শত্য খবর কোনটি?
ভারতের গনমাধ্যম থেকে যানা যায়, অভিনেতা আমির খান ও কিরণের বিয়ে ভাঙার পর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়।
এমনও শোনা গেছে, আমির খান নাকি বিয়ে করছেন তার দঙ্গল সহঅভিনেত্রী ফাতিমা সানা শেখকে। এরপরের শুরু হয় গুজব। আর আমিরের সংসার ভাঙার দায় ফাতিমার দিকে। কীভাবে এতবছরের একটা সম্পর্ক ভেঙে দিয়ে নতুন সম্পর্কে আবদ্ধ হতে পারেন আমির এই নিয়েও চর্চা হয়েছে অনেক। তবে এবার আমির খান নিজে তৃতীয় বিয়ের খবরটি একেবারেই মিথ্যা সেটি জানিয়েছেন ।
এছাড়া আমির খান এ বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা এবং লোকমুখে রটানো বলে জানিয়েছেন। এতে তিনি অবাকও হন বটে।
এদিকে আমিরের সঙ্গে এ গুজবের পর থেকেই অভিনেত্রী ফাতিমাকে নানা কুরচিত মন্তব্য শুনতে হয়েছে। আমির খান জানান, ঘটনার সত্যি মিথ্যা না জেনেই মানুষ তার সম্পর্কে অহেতুক খারাপ কথা বলছে। আর যারা নতুন করে জানছেন তাদের চোখে খারাপ হয়ে যাচ্ছেন ফাতিমা।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪