আগামী মার্চ মাসে তেল উৎপাদন পাঁচ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। আর এমন রুশ ঘোষণার পরই বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
ঘোষণা অনুযায়ী মার্চ মাসে দৈনিক পাঁচ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে রাশিয়া। এরপরই বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৮৬.৩৯ ডলারে পৌঁছায়। সেই হিসেবে আগের সপ্তাহগুলোর তুলনায় ৮ শতাংশ বাড়ে দাম।
সম্প্রতি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নানা নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেলের দাম বেঁধে দেয় পশ্চিমারা।
এবার পাল্টা ব্যবস্থা হিসেবে তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিল রাশিয়া। ফলে বিশ্ববাজারে আবারও তেলের ঘাটতি প্রকট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।