
দিনাজপুরে এতিম শিশুদের জন্য সেফ হাউজ ও ফ্রি মেডিসিন সেন্টার - Trustnews24.com
দিনাজপুরের চিরিরবন্দরে এতিম বাচ্চাদের জন্য সেফ হাউজ ও মেডিসিন সেন্টারের উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় অংকুর ফাউন্ডেশনের উদ্যোগে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউপির হরানন্দপুর গ্রামে এ সেফ হাউজ ও মেডিসিন সেন্টারের উদ্বোধন করা হয়।

অংকুর ফাউন্ডেশন তত্তাবধানে এতিম শিশুদের লালন পালন ও পড়াশোনা জন্য অংকুর শিশু নিকেতন এবং স্থানীয় দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ঔষধ সরবরাহের লক্ষ্যে মেডিসিন ফার্মেসি চালু করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ৫ জন মেডিকেল শিক্ষার্থীর মাঝে বই বিতরণ, ২ জন দরিদ্র মেডিকেল শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব গ্রহন এবং ফ্রি মেডিকেল চেকআপসহ ঔষধ প্রদান করে।
সেফ হাউজ ও মেডিসিন সেন্টার উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।
অন্যান্যদের মধ্যে আরো ছিলেন ইউপি চেয়ারম্যান নূরে কামাল, ডা. সিফাত, মিনহাজ, মাহফুজ প্রমুখ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪