বিশ্বকাপের মাঝ পথে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ সময়ে দল থেকে সের যেতে হলো দলের মোহাম্মদ সাইফউদ্দিনকে।
তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন রুবেল হোসেন।
সাইফউদ্দিনের পড়ায় রুবেলকে দলে নেয়ার বিষয়টিকে অনুমোদন দিয়েছে আইসিসি ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
মঙ্গলবার রাতে বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রায় অনেকদিন ধরে ব্যাক ইনজুরিতে থাকা সাইফউদ্দিন ব্যাথা কাটিয়ে জায়গা করে নিয়েছিলেন বিশ্বকাপ দলে। কিন্তু সেই ব্যথা আবারও মাথাচাড়া দিয়ে ওঠায় টুর্নামেন্টের মাঝপথে দল থেকে বাদ পরলেন সাইফউদ্দিন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪