ভারতীয় বলিউডের ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রিয় এবং বিখ্যাত অভিনেতাদের একজন হলেন সালমান খান । তিনি শুধুমাত্র তার ব্লকবাস্টার সিনেমার জন্যই শিরোনামে থাকেন না। প্রেম-বিয়ে না করা নিয়েও সমসময়েই তিনি আলচনায় থাকেন।
ভক্তদের মনে তার প্রেমের জীবন নিয়েও থাকে নানা ধরনের গুঞ্জন। করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’- এ দাবাং অভিনেতা একটি চমকপ্রদ তথ্য প্রকাশের মাধ্যমে সমগ্র বিশ্বকে চমকে দিয়েছিলেন এ অভিনেতা।
সম্প্রতি ‘কফি উইথ করণের’ ৪র্থ সিজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান। সেখানে করণ জোহর সালমানকে প্রশ্ন করেছিলেন, তিনি ভার্জিন কিনা?
করণ জোহরের সেি প্রশ্নের জবাবে সালমান স্বীকার করেছেন তিনি আসলেই ভার্জিন। নিজেকে বিয়ের জন্য বাঁচিয়ে রাখছেন।
সেই পর্বে তিনি আরও বলেছেন, তিনি এখনো সিংগেল। তার জীবনে উপযুক্ত জীবনসঙ্গিনীর জন্য তিনি অপেক্ষা করছেন।
এরপর করণ সালমানকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তাহলে, আপনি এখনো ভার্জিন?’
তখন সালমান খান বলেছিলেন, ‘হ্যাঁ, কিছুই পরিবর্তন হয়নি!’ মজা করে বলেন, ‘তুমিও তাই!’ এর জবাবে করণ বলেন, ‘আমি সবসময় ছিলাম।’
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪