সারা আলি খান যিনি বিতর্কমূলক মন্তব্য করতেই বেশি ভালোবাসেন। এবার সে মন্তব্যের আরও একটি মন্তব্য করলো । পছন্দের পাত্র হিসেবে তিনি বলিউডের বিবাহিত কিছু নায়কদের নাম বলেছেন।
সম্প্রতি ‘কফি উইথ করণের’ বিশেষ পর্বে ‘অতরঙ্গী রে’ ছবির প্রমসনের জন্য এসেছিলেন সারা আলি খান এছাড়া সাথে ছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ধনুষ।
সারা এর আগেও করণের শোতে কয়েকবার এসেছিলেন। তিনি যতবারই করণের শোয়ে আসেম ততবারই কোনও না কোনও মন্তব্যের জেরে বিতর্কের জড়িয়ে পরেন । এবারও তার ব্যতিক্রম হলো না।
করণ প্রশ্ন করে বসেন ‘নিজের স্বয়ম্বরে কাকে কাকে দেখতে চান সারা’ উত্তরে তিনি বলেন, তিনি রণবীর সিং, বিজয় দেবেরাকোন্ডা, ভিকি কৌশল ও বরুণ ধাওয়ানকে দেখতে চান।
সারার মুখে এই নামগুলো শুনে তাকে সাবধান করেন করণ জোহার। মজা করে করণ বলেন, যাদের নাম নেওয়া হয়েছে তাদের স্ত্রীরা দেখছে। এর উত্তরে সারা বলেন, আশা করি তাদের স্বামীরাও দেখছেন। সারার এই কথা শুনে অবাক হন ধনুষও।
আমাদের ফেইসবুক লিউজ ২৪