লালমনিরহাটের হাতীবান্ধায় মোটরসাইকেল যোগে নানা বাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আকাশ (১৬) নামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (২৫জুলাই) দুপুর বেলা ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা একটেল টাওয়ার মোড় এলাকায় ।
দুর্ঘটনায় নিহত আকাশের নানা উকিল মোস্তাজির (৭০) ও ছোট ভাই আরাফ (৫) গুরতর আহত হন। এরমধ্যে উকিল মোস্তাজিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরাফকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আকাশ উপজেলার বড়খাতা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমুর নাতি ও উজ্জল হোসেন ছেলে। সে হাতীবান্ধা নর্থল্যান্ড স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
জানা গিয়েছে, আকাশ মোটরসাইকেল যোগে নানা বাড়ি যাচ্ছিল । উপজেলার বড়খাতা একটেল টাওয়ার মোড় এলাকায় আসলে সামনে থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে আকাশ ও তার ছোট ভাই আরাফ এবং নানা উকিল মোস্তাজির। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম বলেন, বড়খাতা বাজার থেকে বাইপাস সড়ক হয়ে সানিয়াজান যাওয়ার পথে একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটিকে আটক করা হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪