দিনাজপুরের চিরিরবন্দরে মিরাজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলোকডিহি ইউনিয়নের সড়কের পাশের ফসলি জমি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিরাজুল ইসলাম উপজেলার নশরতপুর ইউনিয়নের রানিরবন্দর গরুরহাট এলাকার আমিনুল ইসলামের ছেলে ও পালাপাড়া দ্বিমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহত স্কুলছাত্রের বাবা আমিনুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে মিরাজুল বাজার করতে রানিরবন্দর যায়। পরে রাত ১০টা পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করি। পরে লোক মারফত জানতে পারি এক কিশোরের গলাকাটা মরদেহ রাস্তার পাশে পড়ে রয়েছে। দ্রুত ছুটে গিয়ে দেখি মিরাজুলের মরদেহ। পাশেই পড়ে আছে তার বাইসাইকেলটি।
চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গলাকাটা এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১১টার দিকে কিশোর মিরাজুলের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রাত থেকেই পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। তদন্ত চলছে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪