
প্রেমে বাধা দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
প্রেমে বাধা দেওয়ায় চট্টগ্রামের পটিয়ায় জয়ন্ত মল্লিক নামে ১৬ বছরের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। নিহত জয়ন্ত মল্লিক উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের মধ্যম কালিয়াইশ গ্রামের খোকন মল্লিকের ছেলে ।
আজ রবিবার ৩ এপ্রিল সকাল ৮টায় পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জয়ন্ত মল্লিকের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবার জানতে পেরে তাকে বকাঝকা করে এবং প্রেমে বাধা দেয় । এতেই অভিমান করে আজ সকালে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে ছেলেটি।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪