শাহরুখপুত্র আরিয়ান একটি প্রমোদতরীতে মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ৩ অক্টোবর তাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
৭ অক্টোবর পর্যন্ত তাকে হেফাজতে নেয়া হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। তবে জামিন মিলবে কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
এদিকে ছেলে আটকের পর চিন্তায় শাহরুখ খান, আদরের পুত্র হাজতে। তাই নিস্তব্দ হয়ে আছেন তিনি। এখন পর্যন্ত মুখ খুলেননি। চেষ্টা করে যাচ্ছেন পুত্রকে মুক্ত করতে। নিয়োগ দিয়েছেন ভারতবর্ষের সেরা আইনজীবী।
এ ঘটনার কারনে কোনো চলচ্চিত্রের কাজ করছেন না তিনি। ছেলেকে কিভাবে ছাড়িয়ে আনা যায় তারই চেষ্টা করে যাচ্ছেন কিং খান।
গত রোববার বিকেলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরিয়ানকে নিজেদের হেফাজতে নিয়েছে। আগামী বৃহস্পতিবার (৭ অগস্ট) পর্যন্ত এনসিবি-র হেফাজতে থাকতে হবে আরিয়ানকে। তারপর কী হবে, কেউ জানে না।
শাহরুখ জানান দু’টি ছবির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হল। ছেলেকে মুক্ত না করে আপাতত কাজে ফিররবো না,
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪