
গোর-এ শহীদ ময়দান সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত
আগামীকাল ঈদুল আজহা উদযাপন করবেন মুসলমানরা। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মিনার ও মাঠ দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান দেশের প্রায় ৬ লাখ মুসলমানদের জন্য একসঙ্গে ঈদের নামাজ আদায়ে প্রস্তুত করা হয়েছে ।
ঈদুল ফিতরে এখানে ৬ লক্ষাধিক মুসল্লির সমাগম হবে।
সরেজমিনে দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে গিয়ে দেখা যায়, সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মুসল্লিদের সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষ্যে মাঠে ফেলা হয়েছে বালু। সেই বালু দিয়ে নিচু জায়গাগুলো ভরাট করা হয়েছে। রোলিং করে সমান করা হয়েছে। রং করা ও ধোয়া-মুছে চকচকে করার কাজ শেষ। মিনারের পেছনে ওজুর জন্য বসা ও পানির ব্যবস্থাকরণ কাজও সম্পন্ন। নির্মাণ করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার। মাঠে প্রবেশের জন্য চারপাশে তৈরি করা হয়েছে তোরণ। বসানো হয়েছে ভ্রাম্যমাণ শৌচাগার।
দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, এ মাঠ কড়া নিরাপত্তায় থাকবে। এই মাঠে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। এসব থেকে সবসময পুরো মাঠ পর্যবেক্ষণ করা হচ্ছে। বেশ কয়েকদিন থেকেই শহর ও শহরের আশেপাশের সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করানো হবে।
পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, এনএসআই, ডিজিএফআই, ডিএসবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪