দলীয় ৪০ রানের মাথায় ৩ উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দলকে চাপ মুক্ত রেখে মুশফিককে নিয়ে শত রানের জুটি গড়েন সাকিব। ওয়ানডে স্টাইলে খেলে তুলে নেন ব্যক্তিগত ৩১তম অর্ধশতক। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন মাত্র ৪৫ বল।
এর আগে বুধবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে খানিকটা চাপে থেকেই মাঠে নামেন মুমিনুল হক এবং মুশফিকুর রহিম।
দুই অভিজ্ঞ ব্যাটারের ওপর প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি। এ দু’জন ভালো একটা জুটি গড়বেন এবং বাংলাদেশকে একটা শক্ত অবস্থানে নিয়ে যাবেন। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না তারা।অ্যাডাইয়ারের বলে লেগ স্টাম্প ছেড়ে দেন তিনি, হন বোল্ড। ৩৪ বলে ১৭ রান করে সাজঘরে ফেরত যেতে হয় মুমিনুলকে।
এরপর সাকিব-মুশফিক মারমুখী মেজাজে ব্যাট চালাতে শুরু করেন। দু’জনের জুটিতে মাত্র ৫৩ বলেই ৫০ রান পূর্ণ হয়। তবে মুশফিকের চেয়ে তুলনামূলক বেশি আক্রমণাত্মক খেলছেন সাকিব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১৭০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিক ৫৩ রান এবং সাকিব ৭৪ রানে অপরাজিত আছেন।
আমাদের ফেসবুক লিঙ্কঃট্রাস্ট নিউজ ২৪