
৮ বছর জেল হতে পারে শাকিরার
লম্বিয়ান বংশোদ্ভুত মার্কিন পপ গায়িকা শাকিরার । এই জনপ্রিয় গায়িকার ট্যাক্স ফাঁকির অভিযোগে ৮ বছরের কারাদণ্ড ও ২৪ মিলিয়ন ইউরো জরিমানা হতে পারে ।
ব্রিটিশ সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, শাকিরা ২০১২ ও ২০১৪ সালে ১৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো ট্যাক্স ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী আইনজীবীর দাবি অনুযায়ী, স্পেনের বার্সেলোনার বাসিন্দা হয়েও শাকিরা নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে এ বিপুল কর ফাঁকি দিয়েছেন তিনি ।
এদিকে শাকিরার পক্ষে তার প্রতিনিধি বলেছেন, নিজে যে দোষী নন, এ ব্যাপারে শাকিরা পূর্ণ আত্মবিশ্বাসী। এ ছাড়া এ মামলায় তার (শাকিরার) অধিকারকে ক্ষুণ্ন কর হয়েছে।
স্পেনের বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্ক হওয়ার পর ২০১২ সাল থেকে বার্সেলোনাতে গিয়ে থাকতে শুরু করেন পপ গায়িকা। ২০১২ থেকে ১৪ সাল পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। শাকিরার আইনজীবীর দাবি, ২০১৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহামসের করদাতাদের তালিকায় ছিল শাকিরার নাম।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪