অভিনেত্রী শিল্পা শেঠি। তার স্বামী রাজ কুন্দ্রা পর্নোকাণ্ডে মামলায় তারা দুজন আলাদা হয়ে যাবেন। ১২তম বিবাহবার্ষিকীতে শিল্পা চিঠি লিখেছেন তার স্বামী রাজকে।
চিঠিতে তিনি লিখেছেন, আজ থেকে ১২ বছর আগে আমরা দুজন দুজনতে একটা কথা দিয়েছিলাম। ভালো সময়ে সঙ্গে থাকবো, কঠিন সময়ে পাশে থাকার, ভালোবাসায় ভরসা রাখাবো। ঈশ্বরের প্রতি আস্থা রেখেছিলাম।
আজ ১২ বছর কেটে গেলো। এই লেখার সঙ্গেই বিয়ের প্রচুর ছবি দিয়েছেন শিল্পা। ইনস্টাগ্রামের ওয়ালে সাজিয়ে রাখলেন তাদের আজীবন ভালোবাসার গল্প। পর্নোকাণ্ডে জামিন পাওয়ার পর নিজেকে চার দেওয়ালের ঘেরাটোপে রেখেছিলেন রাজ। দিন কয়েক আগেই জনসমক্ষে এসেছেন তিনি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪