পর্নোগ্রাফি মামলায় গত জুলাই মাসে গ্রেফতার করা হয় শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে । তবে সেপ্টেম্বরে জামিন হয় তার। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একেবারেই নীরব হয়ে যান তিনি ।
গ্রেফতারের আগে সামাজিক যোগাযোগমাধ্যম যেমন ইনস্টাগ্রাম ও টুইটারে ভালোই সক্রিয় ছিলেন রাজ।কিন্তু গত তিন-চার মাস ধরে ইনস্টাগ্রাম ও টুইটারে সক্রিয় নেই তিনি ।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পা এখনও সক্রিয়। শিল্পার নিয়মিত পোস্টে থাকছে কিন্তু সেখানে রাজের ছবি বা তাকে কোনো মন্তব্য থকছেনা তার ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪