টিভির পর্দার বাইরে ব্যক্তিজীবনেও দুই তারকা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও শুভশ্রী গাঙ্গুলি তাদের বেশ সখ্যতা রয়েছে আর সেই সখ্যতার খাতিরে ব্যতিক্রম চ্যালেঞ্জে শামিল হলেন দুই বান্ধুবি।
শুভশ্রী ৩০ সেকেন্ডের ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ দিলেন শ্রাবন্তিকে। শুভশ্রী ৩০ সেকেন্ডে ৯টি ফুচকা খেয়েছেন। এবার শ্রাবন্তীর পালা।
পরে ৩০ সেকেন্ডে শুভশ্রী অনেক কষ্টে ৯টি ফুচকা খেতে সক্ষম হন। এরপর তিনি চ্যালেঞ্জ ছোঁড়েন শ্রাবন্তীকে।
শুভশ্রী বলেন, আমি ভেবেছিলাম অনেকগুলো ফুচকা খেতে পারব। কিন্তু আরজে প্রবীনকে হারাতে পারবে একজনই, সেটা হচ্ছে শ্রাবন্তী। প্লিজ আমার মান রাখিস ভাই।
তবে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর সেই পোস্টে যুদ্ধে নামার আগেই পরাজয় বরণ করে নিয়েছেন শ্রাবন্তী। তিনি শুভশ্রীর ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, আমি তোমার মতো দ্রুত খেতে পারব না।
- আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪