
ফুলবাড়ীতে ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে বোনের মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে ৮ বয়র বয়সি ছোট ভাই মোরছালিনকে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবতে দেখে ঝাঁপ দেয় বড় বোন রুবাইয়া জান্নাত রিমি (১৬) । এসময় বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশীরা ভাই বোনকে উদ্ধার করে। কিন্তু ভাই বেঁচে গেলেও মারা যায় বড় বোন রিমি।
সোমবার দুপুর ২ টার সময় ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউপির মাদিলাহাট চকএনায়েতপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত রুবাইয়া জান্নাত রিমি ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির চকএনায়েতপুর মাদিলাহাট গ্রামের ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের মেয়ে। সে চলতি বছরে ফুলবাড়ীর সিদ্দিশী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, ঈদের পরদিন সোমবার দুপুর দেড়টার দিকে রুবাইয়া জান্নাত রিমি তার ছোট ভাই মোরছালিনকে (৮) বাড়ির পাশের পুকুরে ডুবে যেতে দেখে। এসময় রিমি ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু রিমি সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। বিষয়টি প্রতিবেশীরা দেখতে পেয়ে দ্রুত পুকুরে নেমে তাদের দুই ভাই বোনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কত্যর্বরত চিকিৎসক রিমিকে মৃত ঘোষণা করেন। তবে ছোটো ভাই মোরসালিন প্রাণে বেঁচে যায়।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪